সার্বভৌমত্বের হুমকি আসলে যুক্তরাষ্ট্র জবাব দেবে

আগের সংবাদ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

পরের সংবাদ

ফেরদৌসের দেখা পেয়ে উচ্ছ্বসিত প্রসেনজিৎ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩ , ১২:২২ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৩ , ১২:২২ অপরাহ্ণ

ফেরদৌস ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুই বাংলার জনপ্রিয় দুই নায়ক। নব্বইয়ের দশকের বাংলা সিনেমা মাতিয়ে বেড়িয়েছেন তারা। রোমান্টিক, অ্যাকশন ও সামাজিক গল্পের ছবিতে অভিনয় করে বাজিমাত করেছেন দুজন। উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। রোমান্টিক, অ্যাকশন ও সামাজিক গল্পের ছবিতে অভিনয় করে বাজিমাত করেছেন দুজন। উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। ফেরদৌস যেমন কাজ করেছেন কলকাতার সিনেমায়, তেমনি প্রসেনজিৎও অভিনয় করেছেন বাংলাদেশি সিনেমায়।

চলচ্চিত্রের এই আনাগোনায় দুই তারকার বন্ধুত্বটা বেশ পুরোনো। সম্প্রতি কলকাতায় আছেন ফেরদৌস। তিনি খবর পান শুটিং করছেন প্রসেনজিৎ। ছুটে যান দেখা করতে। হঠাৎ বন্ধু ফেরদৌসকে পেয়ে উচ্ছ্বসিত বুম্বাদা।

৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে প্রিয় বন্ধু ফেরদৌসের সঙ্গে ফেসবুকে একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘অনেকদিন বাদে হঠাৎ দেখা দোস্ত-এর সাথে। ধন্যবাদ আমার সেটে আসার জন্য।’

পোস্টের পর সেই ছবি নজর কেড়েছে নেটিজেনদের। দুই তারকার ভক্তরা প্রকাশ করছেন তাদের মন্তব্য। জানাচ্ছেন ভালোবাসা ও শুভেচ্ছা। অনেকে আবার দাবি করলেন, এক সিনেমায় দুই বন্ধুকে দেখতে চান বলে।

এদিকে ফেরদৌসও তার ফেসবুকে ছবি পোস্ট করে লিখলেন, ‘প্রসেনজিৎ আমার প্রিয় বুম্বাদা… কতদিন পর দেখা হলো… অনেক কথা, অনেক আড্ডা, অনেক হাসি, কত স্মৃতি… লাভ ইউ বুম্বাদা।’

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়