×

আন্তর্জাতিক

সিরিয়ায় ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে ‘অলৌকিক নবজাতক’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৬ পিএম

সিরিয়ায় ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে ‘অলৌকিক নবজাতক’

ছবি: সংগৃহীত

সিরিয়ায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতককে জীবিত অবস্থায় পেয়েছেন উদ্ধারকারীরা। এখন এই নবজাতককে বলা হচ্ছে ‘অলৌকিক’।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। খবর ইন্ডিয়া টুডের।

ধ্বংসস্তূপ থেকে নবজাতকটিকে উদ্ধারের ভিডিও ইতোমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ছোট ভিডিওটিতে দেখা যায়, একজন উদ্ধারকারী নবজাতকটিকে দুই হাত দিয়ে ধরে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। ওই নবজাতককে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে শেয়ার করেছেন হোসাং হাসান নামে একজন সিরীয় সাংবাদিক। টুইটারে তিনি উল্লেখ করেছেন, ধ্বংসস্তূপ থেকে এক প্রসূতিকে উদ্ধারের সময় শিশুটির জন্ম হয়।

টুইটার একজন উল্লেখ করেছেন, ‘ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া নবজাতকের এই দৃশ্য তার মাথা থেকে যাচ্ছে না। এই মর্মান্তিক ভূমিকম্পে তার হৃদয় ব্যথিত’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App