×

পুরনো খবর

সিংগাইরে কৌশলে ফসলি জমির মাটি কাটা অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৮ পিএম

সিংগাইরে কৌশলে ফসলি জমির মাটি কাটা অব্যাহত

ছবি: ভোরের কাগজ

সিংগাইরে কৌশলে ফসলি জমির মাটি কাটা অব্যাহত

ছবি: ভোরের কাগজ

প্রশাসনের ভূমিকা রহস্যজনক মেসার্স ফ্রেন্ডস এন্টারপ্রাইজের খুঁটির জোর কোথায়?
মানিকগঞ্জের সিংগাইর সিংগাইরে ফসলি জমি থেকে মাটি কাটা অব্যাহত রয়েছে। তবে থানা পুলিশ বলছেন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধের দায়িত্ব উপজেলা প্রশাসনের। লিখিত অভিযোগ অথবা মামলা না করলে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব না। অপরদিকে, উপজেলা প্রশাসন বলছেন-মাটি কাটা বন্ধে নজরদারি রয়েছে, তবে রাতের আঁধারে মাটি কাটলে অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। এ রকম পরস্পর বিরোধী ও দায়সাড়া গোছের বক্তব্যে মাটি ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে ওঠেছে। জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সংশ্লিষ্ট সূত্রমতে, উপজেলার চারিগ্রাম চকে গত ১ মাস ধরে দিন-রাত মাটি কাটছে স্থানীয় মাটি খেকু ইস্রাফিল, খোরশেদ, পাপুল, রিয়াজুল, নান্টু ও ফিরোজের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ফ্রেন্ডস এন্টারপ্রাইজ। তাদের এ মাটি কাটা নিয়ে দৈনিক ভোরের কাগজসহ একাধিক জাতীয় দৈনিকে ফলাও করে স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়। এতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটি কাটা বন্ধ করে দেয়া হয়। [caption id="attachment_405045" align="alignnone" width="1037"] ছবি: ভোরের কাগজ[/caption] তবে মাটি ব্যবসায়ীরা বেছে নেয় নয়া কৌশল। দিনের পরিবর্তে রাতভর চলে তাদের মাটি কাটার মহোৎসব। ভোর হলেই মাটি কাটার যন্ত্রটিও সরিয়ে রাখা হয় অন্যত্র। এভাবেই চলছে ফসলি জমি থেকে মাটি কাটার কর্মযঞ্জ। দেখার যেন কেউ নেই। এভাবে চলতে থাকলে ফসলি জমি হ্রাস পেয়ে খাদ্য উৎপাদনে ঘাটতি দেখা দিবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।। তবে মাটি ব্যবসায়িরা বলছেন, পত্রিকায় লেখালেখি করে তাদের এ মাটি কাটা বন্ধ করা যাবে না। রিপোর্ট লেখা বন্ধ রেখে সাংবাদিকদের সাক্ষাতে কথা বলার অনুরোধ জানান তারা। এদিকে, জামশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী কামরুজ্জামানের ভাই মোতালেব হোসেন, বলধারার আত্রাইল চকে সাবেক মেম্বার ফরহাদ হোসেন, চান্দহর চকে আব্দুল মালেক, বায়রা ইউনিয়নের শিবপুর চকে মো. সেলিম হোসেনের মতো অনেকেই ফসলি জমি থেকে দেদারসে মাটি কেটে সাবাড় করছে। এ অবৈধ মাটি কাটা বন্ধে সিংগাইরবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App