×

জাতীয়

রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৯ পিএম

রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দিয়েছে সংসদীয় কমিটি। এসময় কোনো নাম নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৈঠকে সূচনা বক্তব্য দেন সংসদ নেতা ও সংসদীয় দলের সভাপতি। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে দল যাকে মনোনয়ন দেবে তাকে ভোট দিতে হবে। এসময় উপস্থিত সংসদ সদস্যরা হ্যাঁ-বোধক জবাব দেন। পরে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বক্তব্যে দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার প্রসঙ্গে সভাপতিকে দায়িত্ব অর্পণ করেন।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী কে অথবা কে হচ্ছেন দেশের পরবর্তী এক নম্বর অভিভাবক, তা জানতে অপেক্ষা বাড়লো সবার। বৈঠকে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App