×

সাহিত্য

মেলায় নতুন বই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০ পিএম

মেলায় নতুন বই

ফাইল ছবি

অমর একুশে বইমেলার সপ্তম দিনে মঙ্গলবার বাংলা একাডেমি জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী মেলায় নতুন বই এসেছে ১০৪ টি। এরমধ্যে গল্পের বই ১৩টি, উপন্যাস ১৬টি, প্রবন্ধ ২টি, কবিতা ৩১টি, গবেষণা দুটি, ছড়া একটি, শিশু সাহিত্য দুটি, জীবনী পাঁচটি, রচনাবলী দুটি, মুক্তিযুদ্ধ তিনটি, নাটক একটি, বিজ্ঞান তিনটি, ভ্রমণ একটি, ইতিহাস একটি, রাজনীতি একটি, স্বাস্থ্য একটি, বঙ্গবন্ধু একটি, রম্য একটি, ধর্মীয় একটি, অনুবাদ দুটি, সাইন্স ফিকশন একটি, অন্যান্য ১৩টি।

এর মধ্যে অনুপম প্রকাশনী এনেছে সুব্রত বড়ুয়ার ‘দস্তয়েভস্কি জীবনকথা’, পাঠক সমাবেশ এনেছে মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার’, কথাপ্রকাশ এনেছে আফসান চৌধুরী সম্পাদিত ‘১৯৭১ পাকিস্তান প্রসঙ্গ’, অন্যপ্রকাশ এনেছে লুৎফুন নাহার পিকির ‘সব বর্ষা কদমের নয়’, অনুপম প্রকাশনী এনেছে সৌমেন সাহার ‘যত কান্ড গণিত নিয়ে’, আগামী প্রকাশনী এনেছে আবিদ আনোয়ারের কাব্যগ্রন্থ ‘প্রকরণ সিদ্ধ বাংলা হাইকু বিলম্বিত অভিযাত্রা’, সুদীপ্ত সালামের ‘ফটোক্তি’ নালন্দা এনেছে শরিফুল হাসানের ‘মৃত্যু ফাঁদ, বলাকা প্রকাশন এনেছে প্রফেসর মো. যোবদুল হকের ‘শিক্ষকতায় সাড়ে তিন দশক: আমার চ্যালেঞ্জ’, বিদ্যা প্রকাশ এনেছে পলাশ মজুমদারের ‘ফুলের ভাষা যদি বুঝি’, সময় প্রকাশন এনেছে সারওয়ারুল ইসলামের ‘নদীর নাম ঘুঙুর’ ভাষাপ্রকাশ এনেছে মামুন রশিদের ‘৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ’ ড. মিজানুর রহমানের ‘চারণ কবি মুকুন্দ দাস’ উল্লেখযোগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App