×

আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: জাতিসংঘে ১ মিনিট নীরবতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৭ এএম

তুরস্ক ও সিরিয়ায় ভয়ংকর ভূমিকম্পে নিহতের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। বৈশ্বিক সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে উল্লেখ করেছেন, আমাদের টিম সেখানে দরকারি বিষয়গুলো নির্ধারণে কাজ করছে। একই সঙ্গে সহযোগিতা করছে।

তিনি আরো বলেন, এই দুর্যোগে যে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করছি। এসব মানুষের অনেকেরই অবস্থা ভয়াবহ। তাদের খুব বেশি মানবিক সাহায্যের প্রয়োজন। ওইসব এলাকায় যাতায়াত খুব চ্যালেঞ্জের।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App