×

আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়াকে বাইডেন-শির শোকবার্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৯ পিএম

তুরস্ক-সিরিয়াকে বাইডেন-শির শোকবার্তা

ছবি: এপির

তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৩০০ জন। এখনও চলছে উদ্ধার কাজ। খবর আল-জাজিরার।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে শোকবার্তা পাঠিয়েছেন। শি জিনপিং বলেছেন, তিনি এতো বেশি মানুষ হতাহতের বিষয়ে জানতে পেরে মর্মাহত। শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন তিনি।

এদিকে, চীনের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, তারা তুরস্ক ও সিরিয়ার সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রয়োজনীয় জরুরি মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্কের প্রেসিডেন্টকে ফোন করেন। এসময় তিনি নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।

পরে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, বাইডেন এই ট্র্যাজেডির প্রতিক্রিয়ায় আমাদের ন্যাটো মিত্র তুর্কিকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতির বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App