×

সারাদেশ

গঙ্গাচড়ায় সমলয় পদ্ধতিতে বোরো চাষের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৯ পিএম

গঙ্গাচড়ায় সমলয় পদ্ধতিতে বোরো চাষের উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

রংপুরের গঙ্গাচড়ায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে সমলয় পদ্ধতিতে চারা রোপণের মাধ্যমে ধান চাষের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। উপজেলা সদরের ধামুর বোল্লারপাড় এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বল্প জমিতে অধিক ধান উৎপাদন করে খাদ্য চাহিদা পূরণে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় সমলয় পদ্ধতির চাষা শুরু হয়। এতে প্লাস্টিকের ফ্রেমে বা ট্রেতে বীজ বপন করা হয়েছে। ট্রেতে ৩:২ অনুপাতে মাটি ও গোবরের মিশ্রণ ব্যবহার করা হয়। এরপর বীজ ছিটিয়ে পুনরায় অর্ধেক মাটি ও গোবর মিশ্রণ দিয়ে সমতল জায়গায় রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়। বীজতলা তৈরির ৩ দিনের মধ্যে অঙ্কুর বের হয়ে যায়। ২০-২৫ দিনের মধ্যে চারা উৎপাদন করা যায়। পরবর্তীতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণ শুরু হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ উপজেলায় এবার ১০ হাজার ৯৯৫ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে সরকারি কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় সদর ইউনিয়নের ধামুর বোল্লারপাড় এলাকার ৫০ একর জমিতে স্থানীয় ৮৬ জন কৃষক মাটিভর্তি ট্রে-তে বপন করছে হাইব্রিড ময়না জাতের ধানবীজ। সেই বীজ রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে রোপণ করা হচ্ছে।

কৃষির সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল একই জাত ব্যবহার, ট্রে-তে বীজ বপন, কম বয়সের চারা রোপন, চারা রোপণে রাইচ ট্রন্সপ্লান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, আইল ফসল, ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ সাশ্রয় করা, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে কৃষি শ্রমিকের সংকটের সমাধান সম্ভব হবে এই সমলয় চাষাবাদে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, বাংলাদেশের একটি অন্যতম কার্যক্রম বাস্তবায়ন করলাম। চতুর্থ শিল্প বিপ্লব আসছে। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে বাংলাদেশ একই তালে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সমলয় পদ্ধতিতে বোরো ধান রোপণ এক যুগান্তকারী পদ্ধতি।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, সমলয় পদ্ধতিতে ধান চাষে অর্থের অপচয় কমে ও সময় সাশ্রয় হয়। রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বপন, রোপণ, কর্তন ও কর্ষণ সবগুলো হচ্ছে যান্ত্রিকভাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা বলেন, সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচির আওতায় এবার ৫০ একর জমিতে হাইব্রীড জাতের বোরো ধান রোপণ করা হচ্ছে। ৪ হাজার ৫০০ ট্রে-তে হাইব্রীড ধানের বীজতলা লাগানো হয়েছে।

ইউএনও নাহিদ তামান্না বলেন, মৌসুমী প্রণোদনার রাইস ট্রান্সপ্লান্টের আওতায় ৫০ একর জমিতে সমালয় পদ্ধতিতে হাইব্রীড বোরো ধানের চাষ হচ্ছে। খরচ কম হওয়ায় কৃষকরা লাভবান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App