আলফাডাঙ্গায় মধুমতি নাবিক সংগঠনের আহ্বায়ক কমিটি গঠিত

আগের সংবাদ

সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে

পরের সংবাদ

সিজেএম আদালতের আগুন নিয়ন্ত্রণে, হচ্ছে তদন্ত কমিটি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৪:০৮ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৪:০৯ অপরাহ্ণ

ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের নিচতলায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুনের সূত্রপাত জানতে তদন্ত কমিটি হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে সিজেএম আদালতে আগুন লাগে। এরপরই চারিদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া।

ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, আমরা দুপুর সোয়া একটার দিকে খবর পাই ঢাকা চিফ জুডিশিয়াল আদালতের বেজমেন্ট এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট একটা ২৭ মিনিটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে একসঙ্গে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে দুইটা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, কি কারণে আগুনের সূত্রপাত ঘটেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য আমরা ৩-৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করব।

এদিকে, এই অগ্নিকাণ্ডের সংবাদে ভীত হয়ে বিচারপ্রার্থী, পুলিশ, আইনজীবীরা আদালতের নিচে নেমে আসে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়