গোলাপের নির্যাস চাঙা করে মনকে

আগের সংবাদ

রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে

পরের সংবাদ

রৌমারীতে ২২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৯:০৮ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৯:০৮ অপরাহ্ণ

কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ৬০০শ পিস ইয়াবাসহ রকিব হাসান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ২ টার দিকে সদর ইউনিয়নের চর নতুনবন্দর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃত রকিব চর নতুনবন্দর গ্রামের (অব.) সেনা সদস্য দেলোয়ার হাসানের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে সংবাদ পেয়ে রৌমারী থানা পুলিশের এস আই লিটনের নেতৃত্বে একটি টিম সোমবার রাত ২টার দিকে অভিযান চালায়। এ সময় রৌমারী সদর ইউনিয়নের চর নতুনবন্দর গ্রামের (অব.) সেনা সদস্য দেলোয়ার হাসানের ছেলে রকিব হাসান রকিবকে ২২ হাজার ৬০০ পিস ইয়াবা ও দুইটা মোবাইলফোনসহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ব্যাপারে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২২ হাজার ৬০০ পিছ ইয়াবা ও ২টি মোবাইলসহ আসামি রকিব হাসানকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়