রৌমারীতে ২২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আগের সংবাদ

ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পরের সংবাদ

সংসদীয় কমিটির বৈঠক শেষে ওবায়দুল কাদের

রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৯:০৯ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ১০:০৬ অপরাহ্ণ

রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দিয়েছে সংসদীয় কমিটি। এসময় কোনো নাম নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৈঠকে সূচনা বক্তব্য দেন সংসদ নেতা ও সংসদীয় দলের সভাপতি। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে দল যাকে মনোনয়ন দেবে তাকে ভোট দিতে হবে। এসময় উপস্থিত সংসদ সদস্যরা হ্যাঁ-বোধক জবাব দেন। পরে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বক্তব্যে দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার প্রসঙ্গে সভাপতিকে দায়িত্ব অর্পণ করেন।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী কে অথবা কে হচ্ছেন দেশের পরবর্তী এক নম্বর অভিভাবক, তা জানতে অপেক্ষা বাড়লো সবার। বৈঠকে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়