রাষ্ট্রপতি হওয়ার দৌঁড়ে এগিয়ে মসিউর-শিরীন

আগের সংবাদ

বিজ্ঞানভিত্তিক কারিকুলামের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন

পরের সংবাদ

ইউনিসেফের আশঙ্কা

ভূমিকম্পে হাজার হাজার শিশুর প্রাণহানি হতে পারে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৬:৪৯ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৬:৪৯ অপরাহ্ণ

ভূমিকম্পে হাজার হাজার শিশুর প্রাণহানি হতে পারে বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের এক বিবৃতিতে জানান, সংস্থাটি বর্তমানে নিহত শিশুদের নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করতে সক্ষম হয়নি।

সিরিয়া ও তুরস্কের অনেক পরিবারই তাদের সন্তানদের খুঁজে বের করার চেষ্টা করছে। যেখানে অন্যান্য শিশুদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে শুধুমাত্র তাদের পরিবারের সদস্যরা মারা গেছে বলে। খবর রয়টার্সের।

দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ার ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ হাজার ৭৭৫ জনের মৃত্যু হয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, ভূমিকম্পে শুধুমাত্র তুরস্কে ৩৪১৯ জানের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়