শাহজালালের তৃতীয় টার্মিনাল আংশিক চালু অক্টোবরে

আগের সংবাদ

মার খেয়ে ক্যাম্পাস ছাড়ছেন ইবি শিক্ষার্থী

পরের সংবাদ

বড় মূল্য ছাড়ে আইফোন বিক্রি করছে চীন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৬:০৬ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৬:০৬ অপরাহ্ণ

চীনের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো আইফোনে বড় আকারে মূল্য ছাড় দিচ্ছে। করোনা মহামারির প্রভাবে দেশটিতে আশঙ্কাজনক হারে কমেছে স্মার্টফোনের চাহিদা ও বিক্রি। স্মার্টফোনের মন্থর চাহিদার মধ্যে আইফোন-১৪ প্রো হ্যান্ডসেটগুলো ১০ শতাংশ মূল্য ছাড়ে বিক্রি করছে খুচরা বিক্রেতারা।

চীনের ইলেকট্রনিক্স বিক্রেতা জেডি.কম এবং সানিং বর্তমানে আইফোন-১৪ প্রো বেসিক মডে লটি ১ হাজার ৬২ ডলারে (৭১৯৯ ইউয়ান) বিক্রি করছে। প্রতিষ্ঠান দুটির ওয়েবসাইটে দেখা যায়, চীনে অ্যাপলের ওয়েবসাইটে আইফোন-১৪ প্রোর যে দাম রয়েছে তার চেয়েও ৮০০ ইউয়ান কমে বিক্রি করছে তারা।

অ্যাপল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু বিক্রি বাড়াতে বিক্রেতাদের কাছে কম দামে স্মার্টফোন সরবরাহ করে আইফোন। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান জেফ্রিসের বিশ্লেষক এডিসন লি ক্রেতাদের উদ্দেশে একটি নোটে লিখেন, ‘সবচেয়ে বেশি বিক্রি হওয়া আইফোন-১৪ মডেলের স্মার্টফোনটির দাম কমা মানে এই নয় যে, বাজারে স্মার্টফোনের চাহিদা বেড়েছে। কারণ ইতঃপূর্বে অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড দাম কমানোর পর বাজারের কোনো পরিবর্তন হয়নি।’

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়