তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে আড়াই কোটি লোক ক্ষতিগ্রস্ত: ডব্লিউএইচও

আগের সংবাদ

মেট্রোরেলের র‌্যাপিড পাস দিয়ে চলা যাবে নগর পরিবহনে

পরের সংবাদ

তুরস্কে চিকিৎসক-উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৭:৪১ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৭:৪১ অপরাহ্ণ

তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে চিকিৎসক ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ। ১০ সদস্যের উদ্ধারকারী দলে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন। এছাড়া, চিকিৎসা সহায়তা দিতে চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি মেডিকেল দলও তুরস্কে যাচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) দল দুটি কাল বুধবার তুরস্ক যাবে। বর্তমানে দল দুটিতে কারা থাকবেন, কী কী সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে তা ঠিক করা নিয়ে কাজ চলছে।

সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়