শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে থাকবে যেসব সুবিধা

আগের সংবাদ

টেলিটকের কাছে পাওনা ১৬৯৪ কোটি টাকা

পরের সংবাদ

তুরস্কের ১০ প্রদেশে ৩ মাস জরুরি অবস্থা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৮:২২ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৮:২২ অপরাহ্ণ

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০ প্রদেশে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল সোমবারের শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ার মধ্যে এ ঘোষণা দিয়েছেন তিনি।

এরদোগান বলেন, এই ১০ প্রদেশ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। খবর বিবিসির।

এছাড়া, ভূমিকম্পের ফলে বাস্তুচ্যুত মানুষদের জন্য অ্যান্টালিয়ার হোটেলগুলোকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, ভূমিকম্পে শুধু তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা পাঁচ সহস্রাধিক।

প্রসঙ্গত, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর দেশ দুটিতে একাধিকবার আফটারশকের ঘটনা ঘটেছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়