আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফিঞ্চের অবসর

আগের সংবাদ

দল সাজাতে হিমশিম খাচ্ছেন অ্যানচেলত্তি

পরের সংবাদ

ঢাকার সিজেএম আদালতে আগুন, হতাহত হয়নি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ১:৪৪ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ২:২১ অপরাহ্ণ

ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এর পরপরই চারিদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।

আদালতের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের ডিসি আনিসুর রহমান বলেন, ‘আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। তারা শিগগিরই পৌঁছাবে। সাধারণ জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছে।

এদিকে, এ অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সদরঘাট ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পৌঁছেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভীত হয়ে বিচারপ্রার্থী, পুলিশ, আইনজীবীরা আদালতের নিচে নেমে এসেছেন।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়