ফেনীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: যুবক কারাগারে

আগের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ফের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

পরের সংবাদ

আলফাডাঙ্গা পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৬:৩০ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ৬:৩০ অপরাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টুসহ কাউন্সিলরদের প্রথম কার্য দিবস ও সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় দিকে হাসপাতাল রোডস্থ পৌরসভার অস্থায়ী নতুন কার্যালয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টুসহ কাউন্সিলরদের সংবর্ধনা দেন। এরপর বিকেল ৪টার দিকে মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

এরআগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার সদ্য বিদায়ী মেয়র সাইফুর রহমান পৌর কর্মকর্তা মো. মেহেদী হাসানের নিকট সবকিছু বুঝিয়ে দেন।

প্রথম দিন চেয়ারে বসে নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টু মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন। আলফাডাঙ্গা পৌরবাসী ৫ বছরের জন্য তাকে মেয়র নির্বাচিত করেছেন। এতে পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এসময় আলফাডাঙ্গা পৌরসভার সার্বিক উন্নয়নে ও সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আলফাডাঙ্গা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করতে সর্বস্তরের জনগণকে নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।

গত ২৯ ডিসেম্বর আলফাডাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৭ জানুয়ারী রাজধানীতে বিভাগীয় কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়