রাজধানীতে ২০ কিশোর গ্যাং সদস্য আটক

আগের সংবাদ

ঢাকার সিজেএম আদালতে আগুন, হতাহত হয়নি

পরের সংবাদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফিঞ্চের অবসর

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ১:৩৩ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩ , ১:৩৩ অপরাহ্ণ

গত বছরের সেপ্টেম্বরে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

অবসর প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘যেহেতু আমি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারব না, এটাই অবসর নেওয়ার সঠিক সময়। যাতে আগামী বিশ্বকাপকে ঘিরে দল পরিকল্পনা সাজানোর সময় পায় এবং সেদিকে এগিয়ে যেতে পারে।’

২০১১ সালে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ফিঞ্চ। ১০৩ ম্যাচে ৩৪.২৮ গড়ে করেছেন ৩১২০ রান। ১৯ অর্ধশতকের সঙ্গে আছে দুটি শতক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত রানের রেকর্ডটিও তার দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রান করেছিলেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ইতি টেনে ফিঞ্চ বলেন, ‘আমার পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে যেসব সমর্থক পাশে ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।’

অবসর নেওয়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন ফিঞ্চ। তার অধীনে ৭৬ ম্যাচে ৪০টিতে জয় পেয়েছে অজিরা। ফিঞ্চের নেতৃত্বে ২০২১ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপার স্বাদ পায় অস্ট্রেলিয়া।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়