×

সারাদেশ

সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫০ পিএম

সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

সাতকানিয়া উপজেলায় রাতে অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর ইউনিয়নের বারদোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এসময় খননযন্ত্র (স্কভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালত ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মো. মিনহাজ উদ্দিন (১৯), মো. কফিল উদ্দিন (২২), মো. হানিফ (২২) ও মো. নাজিম উদ্দিন (৩৫)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় থেকে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নিচ্ছিলো একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে হাতেনাতে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App