×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অ্যামাজনের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্টের মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৪ পিএম

যুক্তরাষ্ট্রে অ্যামাজনের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্টের মামলা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ফেডারেল ট্রেড কমিশন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্টের মামলা প্রস্তুত করছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটি অ্যামাজনের ব্যবসার কোন দিকগুলো টার্গেট করেছে তা এখনো জানা যায়নি। এমনকি এ বিষয়ে কোনো পক্ষই মন্তব্য করেনি।

কমিশনটি ট্রাম্প প্রশাসনের সময় থেকেই অ্যামাজনের বিরুদ্ধে তদন্ত শুরু করে। অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটি সব সময় নিজস্ব পণ্যের পক্ষেই কাজ করে। এবং তাদের প্ল্যাটফর্মে বাইরের বিক্রেতাদের বেশি গুরুত্ব দেয় না।

ডব্লিউএসজে জানিয়েছে, এফটিসি প্রতিষ্ঠানটির প্রাইম সাবস্ক্রিপশন সার্ভিসের বান্ডলিং পদ্ধতি যাচাই-বাছাই করছে। ডিসেম্বরে অ্যামাজন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তিনটি অ্যান্টিট্রাস্ট সংশ্লিষ্ট তদন্তের একটি সমঝোতায় পৌঁছেছিল। যা সংস্থাটিকে তার বৈশ্বিক টার্নওভারের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা থেকে রক্ষা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App