×

সারাদেশ

পদ্মা নদীতে নৌকাডুবি, ৫ আসামি কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম

পদ্মা নদীতে নৌকাডুবি, ৫ আসামি কারাগারে

ছবি: ভোরের কাগজ

শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুজ্জামান আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, উপজেলার চরপাঁকা হলদাপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে ইসমাইল, চরপাঁকার মোস্তফা মেম্বারে ছেলে লালবর আলী, চরপাঁকা বিশ রশিয়ার হযরত আলীর ছেলে সৈবুর আলী, সদর উপজেলার ৬ নম্বর বাঁধ এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে জহির আলী ও নারায়ণপুরের মৃত জালাল উদ্দিনের ছেলে ইকবাল।

জানা গেছে, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর মামলার বাদি হারুন অর রশিদের স্ত্রী ডেজিয়ারা ও মেয়ে বৃষ্টির পদ্মা নদীতে নৌকাডুবিতে মৃত্যু হয়। ওই বছরের ১০ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ আদালতে মামলা করেন হারুন অর রশিদ। হারুন অর রশিদ উপজেলার বাবুপুর-চরপাঁকা দশ রশিয়া গ্রামের মৃত কুদ্দুসের ছেলে। আদলতের তৎকালীন বিচারক মামলাটি শিবগঞ্জ থানার ওসিকে এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেন। তবে শিবগঞ্জ থানার এসআই আবদুল আনাম ২০২২ সালের ৩১ জানুয়ারি ঘটনাটি তথ্যগত ভুল বা ঘটনার ভুল প্রমাণিত উল্লেখ করে আসামিদের অব্যহতি দিয়ে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

বাদী নারাজি দিলে আদালত পুলিশের দেয়া চুড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে স্বাক্ষী গ্রহণ শুরু করেন। স্বাক্ষ্য প্রমাণে ঘটনাটির সত্যতা পাওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সোমবার আসামিরা ওই মামলায় জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২১ সালের ২৯ সেপ্টম্বর উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আটজনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App