×

আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্প: ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২২ পিএম

তুরস্কে ভূমিকম্প: ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ

ছবি: সংগৃহীত

তুর্কি-সিরীয় সীমান্তবর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২ শতাধিক। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক হাজার মানুষ। এদিকে, ভয়াবহ ভূমিকম্পের কারণে তুরস্কে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

তুরস্কের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে সিরিয়ার বহু অংশে ভয়াবহ ভূমিকম্পের পর শুধু তুরস্কেই মৃতের সংখ্যা বেড়ে প্রায় দেড় হাজারে দাঁড়িয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। এএফপির খবরে বলা হয়েছে, সিরিয়ায় ৮১০ জনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তুরস্ক ও সিরিয়ায় এই ভূমিকম্পে মোট মৃতের সংখ্যা এখন ২৩ শতাধিক। খবর আইরিশ টাইমসের।

দুটি দেশেই দুর্গত এলাকাজুড়ে এক বিশাল উদ্ধার অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে, যে হারে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে এ সংখ্যা আরো বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App