পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর মাঠে গড়ানোর মাত্র আটদিন আগে ভার্চুয়াল স্টেডিয়াম বানিয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি দল। বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল হিসেবে এই স্টেডিয়াম বানাল তারা।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে স্টেডিয়ামটির বিষয়ে জানিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। সেখানে একটি ভিডিও পোস্ট করেছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে স্টেডিয়ামটির নাম রাখা হয়েছে ইউ মেটাভার্স। খবর দ্য গার্ডিয়ানের।
ইসলামাবাদের গড়া স্টেডিয়ামটি বিশ্বের সবচেয়ে অন্যতম প্রসিদ্ধ মেটাভার্স ডেকেন্ট্রাল্যান্ডে পাওয়া যাবে। এছাড়া, অ্যান্ড্রয়েডেও পাওয়া যাবে স্টেডিয়ামটি। ব্লকচেইন ও এনএফটি প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল সংগ্রহযোগ্য কার্ড চালু করে স্টেডিয়ামের মাধ্যমে ভক্তদের দলের কাছাকাছি নিয়ে এসেছে ইসলামাবাদ ইউনাইটেড। এছাড়া, পুরস্কারের ক্ষেত্রেও অ্যাক্সেস থাকছে গ্রাহকদের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।