আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

আগের সংবাদ

ডিএমপির মাদকবিরোধী অভিযান, আটক ৬২

পরের সংবাদ

বাল্যবিবাহ প্রতিরোধে আসামে অভিযান, আটক ২ হাজার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ১২:১৮ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ১২:১৯ অপরাহ্ণ

ভারতের আসামে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির রাজ্য সরকার। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই রাজ্যে ২ হাজারের বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এর মধ্যে অন্তত ৫০ জন কাজি ও ইমাম রয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ২০২৬ সালে আসামে পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের আগে পর্যন্ত বাল্যবিবাহের বিরুদ্ধে সক্রিয় অবস্থান অব্যাহত রাখবে রাজ্য সরকার। চলবে ধরপাকড়। খবর-আনন্দবাজারের

গত বৃহস্পতিবার থেকে আসামজুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ ও প্রশাসনের বিশেষ অভিযান চলছে।

রাজ্যের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোয় অপ্রাপ্তবয়স্কের বিয়ে পড়ানোর অপরাধে কাজী ও ইমামদের আটক করেছে পুলিশ।

অনেক জায়গায় ধরপাকড়ের প্রতিবাদে স্থানীয় থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গত শনিবার পর্যন্ত আসামে মোট ২ হাজার ২৫৮ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১২৬ জনকে রোববার আদালতে তোলা হয়। ১১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বাকি ১৫ জনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

অভিযানের বিষয়ে আসাম কংগ্রেসের নেতা গৌরব গগৈ বলেন, এই অভিযান একটি প্রহসন মাত্র। এক যুগের পুরাতন অভিযোগ সামনে এনে খোঁজখবর না নিয়েই গণগ্রেপ্তার করছে পুলিশ। বর্তমান রাজ্য সরকারের, বিশেষত মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা বাড়াতে এই কাজ করা হচ্ছে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়