আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ টন মাছ রপ্তানি

আগের সংবাদ

শত বছরের রেকর্ড ভাঙলো তুরস্কের ভূমিকম্প

পরের সংবাদ

ফ্লাইওভারের দেয়াল লিখন-পোস্টার অপসারণে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ২:৩৪ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ২:৩৪ অপরাহ্ণ

আগামী দুই সপ্তাহের মধ্যে রাজধানীর ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২-এর ৬ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণে একটি মনিটরিং টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়