বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যুর প্রতিবেদন ৬ মার্চ

আগের সংবাদ

হিরো আলম নয় ফখরুলকে নিয়ে মন্তব্য করেছি

পরের সংবাদ

জেমি ডের দাবি বাফুফের নাকচ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ১২:৫৭ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ১২:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক হেড কোচ জেমি ডে। তারা সঙ্গে চুক্তি বাতিল না করেই নতুন কোচ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতে ইংলিশ কোচকে মেয়াদ পর্যন্ত বেতন দিয়ে যাওয়ার কথা বাফুফের। কিন্তু সে দেনা-পাওনা এখনো পরিশোধ করেনি বাফুফে। সেই ইস্যুতে এবার বিপাকে পড়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। জেমি ডের বেতন-ভাতা পরিশোধে বিলম্ব করায় বাফুফেকে ডেভেলপমেন্ট খাতে অনুদান স্থগিত করেছে ফিফা। এমন দাবিই করেছেন জেমি ডে।

তবে জেমি ডের দাবি অসত্য বলেছে বাফুফে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা ফিফা থেকে সব অনুদানই গ্রহণ করছি। জানুয়ারি মাসেও পেয়েছি। আমাদের কোনো অনুদান স্থগিত হয়নি।’

বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো জেমির বিবৃতি, ‘ফিফার সময়সীমা বাফুফে মানেনি। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলেও যায়নি। ফলে বাফুফে যত দিন না পর্যন্ত এই পাওনা পরিশোধ করবে তত দিন বাংলাদেশের উন্নয়ন খাতের একটি বরাদ্দ কেটে রাখবে ফিফা। এটা দুঃখজনক যে বাফুফে আমার টাকাই শুধু দেয়নি তা নয়, বরং এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে দেশের ফুটবল উন্নয়নই এখন বাধাগ্রস্ত হবে।’ ফেডারেশন থেকে অবশ্য পুরো বিষয়টিই অস্বীকার করা হচ্ছে। সাধারণ সম্পাদক আবু নাঈম জানিয়েছেন, ‘এটা অবান্তর। গত মাসেই আমরা ফিফার বরাদ্দ পেয়েছি। এ মাসেরটাও প্রক্রিয়াধীন আছে। আর আমরা জেমির বকেয়া পরিশোধের ব্যাপারেও কাজ করছি।’

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়