তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে উদ্ধার অভিযান চলছে। দক্ষিণ তুরস্কে ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবন বাঁচাতে বড় ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাহরামানমারাসে ভূমিকম্পে ধ্বংসাবশেষের একটি দৃশ্য। ছবি: টিআরটি ওয়ার্ডএকটি ভবনের ধ্বংসাবশেষ থেকে একজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ছবি: টিআরটি ওয়ার্ডধসে পড়া ভবন থেকে বেঁচে যাওয়া একজনকে বের করার চেষ্টা চলছে। ছবি: রয়টার্সভারী তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। ছবি: টিআরটি ওয়ার্ডকাহরামানমারাসে ধসে পড়া ভবনে উদ্ধার অভিযান। ছবি: টিআরটি ওয়ার্ডওসমানিয়েতে একটি ধসে পড়া ভবনে বুলডোজার দিয়ে চলছে উদ্ধার অভিযান। ছবি: টিআরটি ওয়ার্ডকাহরামানমারাসে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকেরা। ছবি: টিআরটি ওয়ার্ডআহত একজনকে ধ্বংসস্তূপ থেকে বের করেছেন উদ্ধারকর্মীরা। ছবি: সিএনএনেরসিরিয়ার জান্ডারিসে ভূমিকম্পের পর এক ব্যক্তি তার আহত মেয়েকে নিয়ে যাচ্ছে। ছবি: খলিল আশাউইসিরিয়ার আলেপ্পোতে ভূমিকম্পের পর একটি ক্ষতিগ্রস্থ ভবনের কাছে জড়ো হয়েছে মানুষ। ছবি: সানাতুরস্কের দিয়ারবাকিরে উদ্ধার অভিযানের সময় অপেক্ষায় নিখোঁজদের স্বজনেরা। ছবি: টিআরটি ওয়ার্ডভবনের ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করছেন উদ্ধারকারীরাসিরিয়ায় বুলডোজার দিয়ে উদ্ধারকাজ চলছেধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে গাড়িতুরস্কে ভূমিকম্পে বিদ্ধস্ত একটি বাড়ি
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।