নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
এগিয়ে আসছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর প্রস্তুতিতে আজ (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছেন নারী টাইগাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে ৮ ফেব্রুয়ারি।
বিশ্বকাপের আগে ১০ অধিনায়ক পরশু করেছেন অফিশিয়াল ফটোশ্যুট। সেখানেই নিজেদের দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন সবাই। বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা চান টানা হারের বৃত্তটা ভাঙতে। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশ ৩ রানে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এরপর ২০১৬, ২০১৮ ও ২০২২ সালের আসরগুলোয় কোনো ম্যাচই জিততে পারেনি।
এবার পঞ্চম বিশ্বকাপে জয়ের বিষয়ে নিগার বলেন, ‘বিশ্বকাপে জায়গা পাওয়াটা দারুণ ব্যাপার। আমরা অনেকে বহুদিন ধরেই খেলছি, তবে এটা আমাদের কেবল পঞ্চম বিশ্বকাপ। ২০১৪ সালের পর এই বিশ্বকাপে আমরা জিততে পারিনি। এবার তাই নিজেদের সেরাটা দিয়ে খেলব। ২০১৮ সালে আমরা এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশে নারীদের ক্রিকেটে বড় রকমের পরিবর্তন এসেছে। কদিন আগে নিউজিল্যান্ড সফরে আমরা অনেক কিছু শিখেছি। বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষায় আমরা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।