×

সাহিত্য

সুস্থ সংস্কৃতি চর্চা করে অসাম্প্রদায়িক দেশ গড়ার তাগিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৩ পিএম

সুস্থ সংস্কৃতি চর্চা করে অসাম্প্রদায়িক দেশ গড়ার তাগিদ

রবিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সাহিত্য মেলায় বক্তব্য রাখেন ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামে জেলা সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট নাগরিক ও প্রশাসনিক কর্মকর্তারা। খ্যাতিমান সাহিত্যিকের সৃষ্টিশীল কর্ম ও ঐতিহ্যকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে যারা শুদ্ধ সাহিত্য চর্চা করেন তাদেরকে মূল স্রোতধারায় এনে বাংলার সাহিত্যকে আরও সমৃদ্ধ করতে আরো ব্যাপক উদ্যোগ করা জরুরি বলে মন্তব্য করেছেন আলোচকরা।

রবিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সাহিত্য মেলার আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে চট্টগ্রামের জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মাধ্যমে এ দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা বর্তমান সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে এই সাহিত্য মেলা।

তিনি আরো বলেন, প্রান্তিক পর্যায়ে যারা সাহিত্য চর্চা করেন তাদেরকে মূল স্রোতধারায় এনে বাংলার সাহিত্যকে আরও সমৃদ্ধ করা এই মেলার প্রধান উদ্দেশ্য। সঠিক-শুদ্ধ সাহিত্য চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জীবনধারা অপসংস্কৃতি হতে মুক্তি পাবে।

সম্মানিত অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রামে আবদুল করিম সাহিত্য বিশারদ, কবি আলাওলসহ আরো অনেক খ্যাতিমান সাহিত্যিকের জন্ম। দেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে চট্টগ্রামের কবি-সাহিত্যিকদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তাদের সৃষ্টিশীল কর্ম ও ঐতিহ্যকে সংরক্ষণ করতে এবং নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারিনি। এটি আমাদের একধরনের ব্যর্থতা। তবে প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা বাংলাদেশে এই যে সাহিত্য মেলার উদ্যোগ নেয়া হয়েছে তাতে করে আমাদের সমৃদ্ধশালী শিল্প ও সংস্কৃতির যে ঐতিহ্য রয়েছে তা সংরক্ষন ও নতুন প্রজন্মের কাছে জানানোর একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এই ধরনের শিল্প-সাংস্কৃতিক-সাহিত্য উৎসব যত হবে ততই আমাদের সমাজ ও দেশের জন্য মঙ্গল।

অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি আবুল মোমেন, কবি হাফিজ রশিদ খান, সাহিত্যিক ড. আনোয়ারা আলম, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, কবি ওমর কায়সার, কবি স্বপন দত্ত, প্রাবন্ধিক খালেদ হামিদী, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার প্রমুখ। দুইদিন ব্যাপী অনুষ্ঠিত মেলায় থাকছে তিনটি সেমিনার, প্রবন্ধ পাঠ ও আলোচনা এবং কর্মশালা। থাকছে সাহিত্যের বিভিন্ন ধরন, ছন্দ, বানান, কবিতা, ছড়া ও বাক্য গঠন নিয়ে প্রশিক্ষণ।

এ অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, মুসলিম হাই ও নাসিরাবাদ বালক স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত সাহিত্য মেলার ধারাবাহিকতায় চট্টগ্রামে এই মেলার আয়োজন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট ভাষাবিদ ও অধ্যাপক ড. মাহবুবুল হক বলেন, জেলা সাহিত্য মেলা-২০২২-এর মাধ্যমে চট্টগ্রামের সাহিত্যের স্রোতধারার গতি আরো বেগবান হবে। এই মেলা সৃষ্টিশীলতা, সৃজনশীলতায় অবদান রাখবে। নব্য সাহিত্যিকরা নতুন নতুন সাহিত্য সৃষ্টিতে অনেুপ্রেরণা পাবে।

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ শামসুল হক বলেন, বাংলাদেশে যে অসুস্থ সংস্কৃতির চর্চা রয়েছে সাহিত্য মেলার ধারা অব্যাহত থাকলে তা কাটিয়ে উঠা সম্ভব।

প্রধান বক্তা এএইচএম লোকমান বলেন, সংস্কৃতি হচ্ছে জীবন চর্চা ও বিশ্বাসের জায়গা। সংস্কৃতিকে কেন্দ্র করেই গড়ে উঠে জাতি ও জাতীয়তা। তৃণমূল পর্যায়ে যারা সাহিত্য চর্চা করে তারা যাতে মূল ধারায় আসতে পারে সেই লক্ষ্যে বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলা আয়োজনের নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন, সভ্য মানুষের জন্য সমাজ। সংগ্রামী মানুষের জন্য সমাজ। মাদকমুক্ত, জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সুস্থ বাংলাদেশ গড়তে সাহিত্য মেলার বিকল্প নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App