×

আন্তর্জাতিক

জাপানে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৬ পিএম

জাপানে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা

জাপানে ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। পূর্ব ও দক্ষিণ চীন সাগর বরাবর চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন কর্তৃপক্ষ।

রবিবার (৫ ফেব্রুয়ারি) জাপানি সংবাদপত্র সানকেইয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মোতায়েনের সম্ভাব্য অস্ত্র তালিকার মধ্যে দূরপাল্লার হাইপারসনিক ও টমাহক ক্ষেপণাস্ত্রও থাকতে পারে। সূত্র উদ্ধৃত না করে সংবাদপত্রটি জানিয়েছে, এ বিষয়ে আলোচনা শুরু করতে টোকিও প্রস্তুত।

এসব অস্ত্র কোথায় মোতায়েন করা হবে তা এখনো বলা যাচ্ছে না। তবে সংবাদপত্রটির খবরে সম্ভাব্য হিসেবে কিউশুক দ্বীপের বিষয়ে জাপান ভাবছে বলে ইঙ্গিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App