×

সারাদেশ

কাপ্তাইয়ে ৯৯৯ এ কল পেয়ে শিক্ষার্থীদের উদ্ধার করলো পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫২ এএম

কাপ্তাইয়ে ৯৯৯ এ কল পেয়ে শিক্ষার্থীদের উদ্ধার করলো পুলিশ

ছবি: ভোরের কাগজ

পুলিশের ৯৯৯ এ কল পেয়ে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আটকে পড়া চট্টগ্রাম কলেজের ১৭৫ জন শিক্ষার্থীকে উদ্ধার করলো জেলা পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ইয়ারিন এলাকায় কাপ্তাই হ্রদের চরে লঞ্চটি আটকে যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও লঞ্চটি সরানো যায়নি। পর শিক্ষার্থীরা ভয় পেয়ে সন্ধ্যায় পুলিশের জরুরি সহায়তা নাম্বার ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা পুলিশ সদর সার্কেল মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টিম একটি লঞ্চ নিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে রাত ৮ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ঘাটে নিয়ে আসে।

পুলিশ সুত্র জানা গেছে, পুলিশের জরুরি সহায়তা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে ঘটনা জানতে পেরে জেলা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে। রাত ৮টায় জেলা শহরের উন্নয়ন বোর্ডঘাটে লঞ্চটি আনা হয়। শিক্ষাসফরে আসা সবাই চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। এই শিক্ষাসফরে কলেজের স্নাতক (সম্মান) ও মাস্টার্সের পাঁচটি ব্যাচের ১৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় ঘাটে অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হাসানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা শিক্ষার্থীদের স্বাগত জানায়।

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু তাহের ভূইয়া বলেন, শনিবার বিকেলে দিকে কাপ্তাই হ্রদে মধ্যে চর এলাকায় আমাদের যাত্রীবাহী লঞ্চটি আটকে। লঞ্চ চালকরা দীর্ঘদিন সময় চেষ্টা করেও লঞ্চটি সরাতে পারেনি। দীর্ঘক্ষণ সময়ক্ষেপনের কারণে সন্ধ্যা হয়ে যায়। আমরা তখন শিক্ষার্থীদের নিয়ে কিছুটা আতঙ্কে পড়েছি। যেহেতু পার্বত্য চট্টগ্রাম বিশেষ এলাকা তাই আমরা কিছুটা ভয় পেয়েছি এতজন শিক্ষার্থী নিয়ে। পরে পুলিশকে জানানোর পর তারা আমাদেরকে উদ্ধার করে। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, চট্টগ্রাম কলেজ থেকে শিক্ষাসফরে আসা একটি লঞ্চ কাপ্তাই হ্রদের ইয়ারিং এলাকায় চরের মধ্যে আটকে যায়। পরে ৯৯৯-এ কল দেওয়ার পর আমরা জরুরিভাবে তাদের উদ্ধার করেছি। আমাদের এ কাজে নৌ-পুলিশের সদস্যরাও সহায়তা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App