পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করেছেন দেশটির তরুণ তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। শুক্রবার করাচিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাহিনের সঙ্গে আফ্রিদি কন্যা আনশা আফ্রিদির বিয়ে সম্পন্ন হয়।
আলোচিত এ বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের বর্তমান ও সাবেক একাধিক তারকা ক্রিকেটার উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে করাচির একটি মসজিদে অনুষ্ঠিত হওয়া এ বিয়ের ছবি ভাইরাল হয়ে যায়। আর বিয়ের ছবি ভাইরাল হওয়ায় রেগে যান শাহিন শাহ আফ্রিদি।
ক্ষোভ ঝেড়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, অনেক অনুরোধ করা সত্ত্বেও আমাদের গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয়েছে, এটা খুবই হতাশাজনক। কোনো অনুমতি ছাড়াই লোকজন আমাদের বিয়ের ছবি শেয়ার করেছেন। সবাইকে অনুরোধ করব, দয়া করে সহযোগিতা করুন আর আমাদের স্মরণীয় দিনটি মাটি করবেন না।
তবে অনুরোধ সত্ত্বেও এখনো ছড়িয়ে রয়েছে শাহিন-আনশার বিয়ের অনুষ্ঠানের নানান মূহূর্তের ছবি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।