খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় গাঁজাসহ আব্দুস সাত্তার (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আব্দুস সাত্তার পানছড়ির মোহাম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তিকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ পুলিশ সদা সতর্ক অবস্থানে আছে ও থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।