কলম্বোতে মোমেন-হিনা বৈঠক

আগের সংবাদ

মেয়র আইভীকে হামলাকারী সেই অস্ত্রধারী নিয়াজুল ওয়ার্ড সভাপতি

পরের সংবাদ

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরো এগিয়ে নিতে সহায়তার আশ্বাস

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩ , ১২:৩৮ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৩ , ১২:৩৮ পূর্বাহ্ণ

মার্কিন সিনেটর রজার মার্শাল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও এগিয়ে নিতে তার সহায়তা প্রদানের কথা ব্যক্ত করেছেন। কানসাস থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর রজার মার্শাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে তার ইউএস ক্যাপিটল হিল অফিসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে মার্কিন সিনেটর আশা প্রকাশ করেন যে দুই দেশ সম্ভাব্য সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে কাজ করে যাবে। সিনেটর মার্শাল বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বিশ্বে শান্তি বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের অবদানেরও প্রশংসা করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো সম্প্রসারিত করা ও দুই দেশের চমৎকার অংশীদারিত্ব আগামীতে আরো গভীর করার ওপর তারা দুজনেই গুরুত্ব আরোপ করেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়