×

সারাদেশ

তুমব্রু সীমান্ত থেকে আসা রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৩ পিএম

তুমব্রু সীমান্ত থেকে আসা রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু

ছবি: ভোরের কাগজ

বাস্তচ্যুত ৩৫ পরিবারের ১৮০ জন রোহিঙ্গাকে কক্সবাজার উখিয়া থানাধীন কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। তুমব্রু এলাকার শূণ্যরেখায় অবস্থানরত এ রোহিঙ্গারা অগ্নিকাণ্ডের পর দেশের অভ্যন্তরে প্রবেশ করে কাছাকাছি এলাকায় আশ্রয় নিয়েছিলো।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানান্তর প্রক্রিয়া শুরু করে। রবিবার ৫ ফ্রেব্রুয়ারি ৮টা থেকে অবশিষ্টদের স্থানান্তর করা হবে বলে জানা গেছে।

আর আর আরসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি তুমব্রু শূণ্যরেখায় কোনার পাড়া রোহিঙ্গ্যা শিবিরে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে ওই ক্যাম্পে বসবাসরত বাস্তুচ্যুত রোহিঙ্গারা দেশের অভ্যন্তরে তুমব্রু এলাকার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলো। তাদেরই একটি অংশকে স্থানান্তর করা হয়। যারা ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App