×

আন্তর্জাতিক

কারামুক্ত হলেন ইরানি চলচ্চিত্রকার জাফর পানাহি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০১ পিএম

কারামুক্ত হলেন ইরানি চলচ্চিত্রকার জাফর পানাহি

ছবি: সংগৃহীত

কারামুক্তির দাবিতে অনশনে বসার দুইদিন পর জামিনে জেল থেকে ছাড়া পেলেন আন্তর্জাতিক পুরস্কারজয়ী ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) তাকে সমর্থকদের জড়িয়ে ধরতে এবং গাড়িতে করে তেহরানের কুখ্যাত এভিন কারাগার এলাকা ছাড়তে দেখা গেছে । খবর বিবিসির।

৬২ বছর বয়সী পানাহিকে গত বছরের জুলাইতে গ্রেপ্তার করা হয়েছিল। কর্তৃপক্ষের সমালোচনা করা দুই চলচ্চিত্র নির্মাতার আটকাদেশের প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।

ওই মাসের শুরুতে ইরানের দুই চলচ্চিত্র নির্মাতা মোস্তফা আল-ই আহমেদ ও মোহাম্মদ রাসুলফকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। রাসুলফের মামলার বিষয়ে প্রসিকিউটরের অফিসে খোঁজ নিতে গেলে পানাহিকে গ্রেপ্তার করা হয় সেসময় বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছিল।

রাসুলফ ও মোস্তফা মে-তে আবাদন শহরে একটি ১০তলা ভবন ধসে পড়ে ৪০ জন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে ‘অশান্তি উস্কে দেওয়া এবং সমাজের মানসিক নিরাপত্তা ব্যাহত করার’ অভিযোগ আনা হয়েছিল, জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

এ দুইজনের গ্রেপ্তার নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েই গ্রেপ্তার হন পানাহি। তার স্ত্রী তাহেরা সাঈদী বিবিসিকে বলেন, পানাহিকে দীর্ঘসময় কারাগারে কাটাতে হবে বলে তাকে জানানো হয়েছিল।

স্বামীর গ্রেপ্তারের ঘটনাকে ‘অপহরণ’ বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App