×

বিনোদন

‘আমি যে অসহায় হয়েছি, এই প্রশ্নের জবাব কে দেবে?’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৭ পিএম

‘আমি যে অসহায় হয়েছি, এই প্রশ্নের জবাব কে দেবে?’

হিরো আলম। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাল্টাপাল্টি বক্তব্যের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসেছেন হিরো আলম। বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, ‘আমি যে অসহায় হয়েছি, এই প্রশ্নের জবাব কে দেবে?’

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুই দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের প্রতিবাদ করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়া এই স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক)।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য উল্লেখ করে এবং প্রধানমন্ত্রীর কাছে বিচার দিয়ে হিরো আলম বলেন, ‘ফখরুল স্যার বলেছেন, এই সরকার এখন অসহায় হয়ে গেছে। আমার কথা হলো, এই সরকার অসহায় হয়েছে কিনা আমি জানি না। কিন্তু আমি যে অসহায় হয়েছি, এই প্রশ্নের জবাব কে দেবে? আমার যে ভোট, ভোটের ফলাফল কেড়ে নেয়া হলো, এই প্রশ্নের জবাব কে দেবে? আমি কার কাছে বিচার দেবো? আমি যাদের কাছে বিচার দিতেছি (দিচ্ছি), তারা তো এর ফলাফল দিতেছে (দিচ্ছে) না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, সবার তো বিচার আপনিই করেন, আমাদের বাংলাদেশের পুরো বিচার, তাই আমিও আপনার কাছে বিচার দিলাম যে আমার ভোট সুষ্ঠু হলো, আমার ফলাফল সুষ্ঠুমতো রায় দেয়া হলো না কেন? এর আমি বিচার চাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে সামাজিক জনপ্রিয়তা পাওয়া হিরো আলম বলেন, ‘আরেকটি কথা, ‘ওবায়দুল কাদের স্যার যে বলেছেন, হিরো আলম জিরো হয়ে গেছে, এটা ভুল বলেছেন। হিরোকে কেউ কোনোদিন জিরো বানাতে পারে না। হিরো হিরোই থাকে। কারণ আমাকে জিরো কেউ বানাতে পারেনি, পারবেও না। আমাকে কেউ জিরো বানিয়েছে, এটা কি কেউ দেখেছেন? না, কারণ হিরো আলম হিরোই আছে।’

প্রসঙ্গত, বগুড়া-৬ আসনে জামানত হারালেও বগুড়া-৪-এ তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন হিরো আলম। ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একেএম রেজাউল করিম তানসেনের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি। এরপর হিরো আলম অভিযোগ করেন, ‘ভোটের ফলাফলে কারচুপি করে তাকে হারিয়ে দেয়া হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App