যুক্তরাষ্ট্রের আকাশে একটি ‘রহস্যজনক বেলুন’ ওড়ার ঘটনার পর চীন সফত স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যদিও ইতোমধ্যে দেশটির আকাশে বেলুনটি আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র বলে দাবি করেছে চীন।
আগামী সপ্তাহে চীন সফরের কথা ছিল ব্লিঙ্কেনের। চীনা পররাষ্ট্রমন্ত্রী ও সম্ভবত দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে যুক্তরাষ্ট্র জানিয়েছিল। দেশটির আকাশে বেলুন নিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়। তবে বেলুনটি এর নির্ধারিত পথ থেকে সরে গেছে। যুক্তরাষ্ট্রের আকাশে বেলুনটির অনাকাঙ্ক্ষিত ঢুকে পড়ায় চীন দুঃখিত। খবর বিবিসির।
তবে বিষয়টিকে সুনজরে দেখছেন না মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। তারা মনে করছেন, এই বেলুন আসলে অনেক ওপর দিয়ে উড়ে যাওয়া নজরদারি যন্ত্র।
কর্মকর্তারা বলেন, তারা নিশ্চিত এই ‘অনেক বেশি ওপর দিয়ে উড়ে যাওয়া এই নজরদারি বেলুন’ চীনের। এটি সম্প্রতি পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মন্টানার আকাশে দেখা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।