টাইম ম্যাগাজিনে বার্জারের রূপালী চৌধুরী

আগের সংবাদ

খাদ্যসংকটে স্বাধীনতা দিবস উদযাপনে শ্রীলঙ্কানরা অনাগ্রহী

পরের সংবাদ

কলকাতা বিমানবন্দরে গুলিভর্তি ব্যাগ নিয়ে যাত্রী আটক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ৬:১৪ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ৬:১৪ অপরাহ্ণ

কলকাতা বিমানবন্দরে গুলিভর্তি ব্যাগসহ এক যাত্রীকে আটক করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। এ সময় ওই যাত্রীর ব্যাগ থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিমানে ওঠার আগে নিরাপত্তা পরীক্ষার সময় গালিব নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক গালিব বিহারের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় এয়ার এশিয়ার বিমানে করে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল তার। বিমানবন্দরে তল্লাশির সময় তার স্ক্যানারে হ্যান্ডব্যাগে কার্তুজ দেখতে পান সিআইএসএফ জওয়ানরা। ব্যাগ খুলে তার মধ্যে ৪টি ৭.৫৬ ক্যালিবারের কার্তুজ পাওয়া যায়।

এরপর গালিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ব্যাগে কেনো কার্তুজ রেখেছিল তার কোনো গ্রহণযোগ্য জবাব দিতে পারেনি গালিব। এর পর তাকে বিমানবন্দর থানার হাতে তুলে দেয় সিআইএসএফ।

জিজ্ঞাসাবাদে গালিব জানায়, বিহার থেকে মায়ের সঙ্গে কলকাতা এসেছিল সে। শুক্রবার সন্ধ্যায় এয়ার এশিয়ার বিমানে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল তার।

তবে যুবকের বিমান অপহরণের কোনও পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়