চিলিতে দাবানলে ১৩ জন নিহত

আগের সংবাদ

বাংলাদেশসহ দ. এশিয়ার ৩ দেশে ফেসবুকের ব্যবহার সর্বাধিক

পরের সংবাদ

আইএমএফের কঠোর শর্তে রাজি নিরুপায় পাকিস্তান

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ৩:৫৬ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ৩:৫৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে কঠোর সব শর্তে রাজি হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) তিনি বলেন, ‘পাকিস্তানের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ অকল্পনীয়। আমাদের (আইএমএফের দেয়া) যেসব শর্ত পূরণ করতে হবে তাও চিন্তার বাইরে’। খবর ডনের।

এরপরও আইএমএফের শর্তসমূহে রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই বলে স্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শুক্রবার অর্থমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে দেশটিতে সফরররত আইএমএফের প্রতিনিধি দল। ইসহাক দারের সঙ্গে ছিলেন জ্বালানি বিষয়কমন্ত্রী খুররাম দস্তগির খানও।

বৈঠকের আলোচনায় পাকিস্তানের দিক থেকে নিরুপায় অবস্থা প্রতিফলিত হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত উভয় পক্ষের মধ্যে আলোচনা ও বিভিন্ন ইস্যুতে দর কষাকষি চলবে।

পাকিস্তানের রিজার্ভ সর্বনিম্ন তিন দশমিক শূন্য নয় বিলিয়ন মার্কিন ডলারে নেমে গেছে। গত ২৭ জানুয়ারি এ তথ্য জানানো হয়। এই নিয়ে মাত্র ১৮ দিনের আমদানি ব্যয় মেটাতে পারবে দেশটি। ফলে আইএমএফের ঋণবাবদে পাওয়া ডলারকে এখন আশীর্বাদ হিসেবে দেখছে পাকিস্তান। এই ঋণ নেওয়া ব্যতীত কোনো উপায় দেখছে না শাহবাজ শরিফের সরকার।

আইএমএফ প্রস্তাবিত সংস্কারমূলক পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে মুদ্রার অলিখিত মূল্যসীমা তুলে দেয়া, ১৬ শতাংশ পর্যন্ত তেলে দামবৃদ্ধি এবং ৩০ শতাংশ পর্যন্ত এলপিজির দামবৃদ্ধি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়