×

খেলা

সিরিজ জিতেও শাস্তির কবলে দক্ষিণ আফ্রিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪২ এএম

সিরিজ জিতেও শাস্তির কবলে দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজের তৃতীয় ম্যাচে ইংলিশদের কাছে হারেন প্রোটিয়ারা। এই পরাজয়ের পর পায় দুঃসংবাদ।

শাস্তির কবলে পড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। মন্থর ওভার রেটের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে দলটিকে।

বুধবার (১ ফেব্রুয়ারি) কিম্বার্লিতে ম্যাচে নির্ধারিত সময় এক ওভার কম করেন স্বাগতিকরা। পর দিন প্রোটিয়া ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার কথা জানায় আইসিসি।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়। ম্যাচটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে হওয়ায় পয়েন্টও কাটা হয়েছে দলটির। সুপার লিগের প্লেয়িং কন্ডিশন অনুসারে, প্রতি ওভার কমের জন্য কেটে নেওয়া হয় এক পয়েন্ট।

ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে ভুল স্বীকার করে নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App