×

সারাদেশ

তবলছড়ি রক্ষাকালী মন্দিরের সার্ধশতবার্ষিকীতে সনাতনীদের মিলনমেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০২ পিএম

তবলছড়ি রক্ষাকালী মন্দিরের সার্ধশতবার্ষিকীতে সনাতনীদের মিলনমেলা

ছবি: ভোরের কাগজ

ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত রাঙামাটির তবলছড়ি রক্ষাকালী মন্দিরের সার্ধশতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে সনাতন সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়েছে। সার্ধশতবার্ষিকীর আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে মায়ের নতুন মন্দিরে ঘট প্রতিস্থাপন ও বিশ্বশান্তি মঙ্গল কামনায় গীতা হোমযজ্ঞের মধ্যে দিয়ে ধর্মীয় অনুষ্ঠান মালার অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে মা রক্ষাকালীর মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়। আজ সকালে শ্রী শ্রী কালী মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা ও বোর্ডের সাবেক ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ। এসময় নব বিক্রম কিশোর ত্রিপুরা স্ত্রী অনামিকা ত্রিপুরা, তরুণ কান্তি ঘোষের স্ত্রীসহ মন্দির পরিচলনা কমিটির সভাপতি আশীষ কুমার দে, সাধারণ সম্পাদক পঙ্কজ মল্লিক, মন্দির পরিচলনা কমিটির অন্যতম সদস্য শ্যামল মিত্র ও রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথসহ অন্যান্য সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ যোগ দেয়।

এর আগে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মন্দিরের সার্ধশতবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেটের রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমদ স্বামী চন্দ্রনাথানন্দ। রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় হতে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে তবলছড়ি রক্ষাকালী মন্দির গিয়ে শেষ হয় । রাঙামাটির হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান সাজে এই ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেয়।

পরে মন্দিরে প্রদীপ প্রজ্জলন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

সার্ধশতবার্ষিকীর আহবায়ক সঞ্জীব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। গেষ্টঅব অনার হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার। সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা আরতি, দেড় শ’ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন পরে দেশের বিশিষ্ট সংগীত শিল্পী কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার মায়ের সংগীত পরিবেশন করেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে গীতা হোমযজ্ঞ শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। পরে সন্ধ্যায় কালী কীর্তন, রাঙামাটি জেলার সন্ধ্যায় রাঙামাটি জেলা বেতার ও টিভি সংগীত ও নৃত্য সংগীতশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

আজ সকাল থেকে রাঙ্গামাটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান ও চট্টগ্রামের সংগীত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচলনা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App