কোরআন অবমাননা: ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

আগের সংবাদ

‘অ্যাডভোকেট-ক্লার্ক’ আইন হচ্ছে

পরের সংবাদ

ইইউ নেতাদের কিয়েভ সফরেও সাইরেন বাজাল রাশিয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ৯:১০ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ৯:১২ অপরাহ্ণ

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা কিয়েভ সফরে আছেন। তাদের এই সফরের মধ্যেই ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন শোনা গেছে। তবে নতুন করে কোনো হামলা হয়েছে কিনা সেই বিষয়ে কোনো খবর এখনো আসেনি।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর এক বছরপূর্তি হবে। এ উপলক্ষে ইউক্রেনের প্রতি সমর্থন ব্যক্ত করতে কিয়েভ সফর করছেন ইইউ নির্বাহী কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এবং আঞ্চলিক জোটটির চেয়ারম্যান চার্লস মিশেল। এ সময় ইইউ-ইউক্রেন সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ইইউ নেতারা রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা ও ইইউতে ইউক্রেনে যোগদানের বিষয়ে আলোচনা করবেন। খবর রয়টার্স, ওয়াশিংটন পোস্টের।

ফাইল ছবি

শুক্রবার সকালে কিয়েভ পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে চার্লস মিশেল বলেন, ‘আমরা আমাদের সংকল্প থেকে পিছু হটব না। ইইউয়ে আপনাদের যাত্রার প্রতিটি পদক্ষেপে আমরা সহযোগিতা করব’।

এদিকে, কিয়েভে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়