×

খেলা

শীর্ষস্থান মজবুত করল বার্সা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১১ পিএম

শীর্ষস্থান মজবুত করল বার্সা

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগের এবারের আসরে আধিপত্য বিস্তার করেই চলেছে কাতালান ক্লাব বার্সেলোনা। জাভির দলকে হারিয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে বেতিসের মাঠ থেকে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে বার্সা।

ম্যাচের প্রথমার্ধে অফসাইডের কারণে বার্সার ব্রাজিলীয় তারকা রাফিনহার গোল বাতিল হয়। গোলশুণ্য সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। ৬৫তম মিনিটে লিড নেয় বার্সা। আলেজান্দ্রো বাল্ডের পাসে গোল করেন সেই রাফিনহাই। ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্ত লেদানদোস্কি।

নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে নিজেদের জালে বল পাঠিয়ে দেন বার্সার ফরাসি তারকা জুলস কুন্দে। তবে এতে অবশ্য বিপদ হয়নি, ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেল তারা। ১৯ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৫০। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৪২।

আজ অবশ্য ব্যবধান কমানোর সুযোগ পাচ্ছে রিয়াল। রাতে ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যেতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবেন বেনজিমা-ভিনিসিয়ুসরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App