×

অর্থনীতি

মূল্যস্ফীতির থাবা সঞ্চয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৮ পিএম

মূল্যস্ফীতির থাবা সঞ্চয়ে

প্রতীকী ছবি

চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম ছয় মাসে চড়া মূল্যস্ফীতি মানুষকে সঞ্চয়পত্র ভাঙাতে বাধ্য করেছে। ফলে এই সময়ে সরকারের সঞ্চয়পত্র বিক্রিতে হয়েছে তিন হাজার ১৬ কোটি টাকার ঋণাত্মক প্রবৃদ্ধি। অর্থাৎ, নতুন সঞ্চয়পত্র বিক্রির চেয়ে ভাঙিয়ে নগদায়ন করা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুলাই-ডিসেম্বর সময়ে ৪৩ হাজার ৫৭৮ কোটি টাকার সঞ্চয়পত্র ভাঙিয়ে নগদায়ন করা হয়। সে তুলনায়, এতে নতুন বিনিয়োগ এসেছে ৪০ হাজার ৪৭১ কোটি টাকা। গত (২০২১-২২) অর্থবছরের একইসময়ে সঞ্চয়পত্রের বিক্রিতে ৯ হাজার ৫৮৯ কোটি টাকার ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছিল।

এই বছরের নেতিবাচক প্রবৃদ্ধির পেছনে উচ্চ মূল্যস্ফীতি ও সঞ্চয়পত্রধারীদের কর রিটার্নের সনদ জমাদান বাধ্যতামূলক করার ঘটনাই দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তারা আরো জানান, চলমান ডলার সংকটে মূল্যস্ফীতি অসহনীয় হয়েছে ও তা প্রভাব ফেলেছে কর্মসংস্থান সৃষ্টির ওপরও।

জনসাধারণের আয় একই থাকলেও বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। এতে সাংসারিক ব্যয় নির্বাহ করতে গিয়ে অনেককে সঞ্চয় ভাঙাতে হয়েছে। ডলার সংকটে শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে, ফলে চাকরির নতুন ক্ষেত্রও তৈরি হতে পারেনি।

প্রসঙ্গত, চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App