×

আন্তর্জাতিক

ভারতে বাজেট অধিবেশন মুলতবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩০ পিএম

ভারতে বাজেট অধিবেশন মুলতবি

ছবি: সংগৃহীত

সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দলগুলো আলোচনার দাবি জানিয়েছে। যার মূল কারণ, ভারতে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ। এ নিয়ে দুই পক্ষের হট্টগোলের জেরে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে লোকসভা ও রাজ্যসভার বাজেট অধিবেশন।

সকালে বাজেট অধিবেশন শুরুর আগে সমমনা বিরোধীদলগুলো বৈঠকে বসে। সংসদের বিরোধীদের কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে তারা সম্প্রতি হিনডেনবার্গ গবেষণা প্রতিবেদনে আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বাজেট অধিবেশনে আলোচনার বিষয়ে একমত হয়। খবর- হিন্দুস্তান টাইমসের।

সংসদের দুই কক্ষেই এই দাবি তোলার সিদ্ধান্ত নেন বিরোধীরা। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বৈঠকে যোগ দেয় তৃণমূল, কংগ্রেস, আপ, ডিএমকে, শিবসেনা, সমাজবাদী পার্টি, এনসিপি, কেরালা কংগ্রেস, জেডিইউ, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিসহ বামদলগুলোও।

পরে সংসদের অধিবেশন শুরু হতেই আদানিকে নিয়ে আলোচনার দাবি জানান বিরোধীরা। এ সময় হইচই ও হট্টগোল শুরু হয় লোকসভা ও রাজ্যসভায়। কিছুক্ষণের মধ্যেই বাজেট অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্টজন বলে পরিচিত গৌতম আদানির বিনিয়োগ আছে ভারত সরকারের বিভিন্ন প্রকল্পে। সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে মার্কিন সংস্থা ইউএস শর্ট সেলার ফার্মের হিনডেনবার্গ প্রতিবেদনে। ওই প্রতিবেদনের দাবি, তারা আদানি গোষ্ঠী নিয়ে গত দুই বছর ধরে তদন্ত চালিয়েছে। ওই তদন্তে তারা জানতে পেরেছে, আদানি বাজারকে ইচ্ছেমতো প্রভাবিত করে। এমনকি তাদের হিসাবরক্ষণেও রয়েছে বিপুল অনিয়ম।

এর প্রভাবে আদানি গোষ্ঠীর কোম্পানির শেয়ারের ব্যাপক দরপতন হয়। আদানির কোম্পানিগুলো বুধবার পর্যন্ত ৮৬ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার হারায়। এশিয়ার শীর্ষ ধনীরও মুকুট হারান আদানি গ্রুপের কর্নধার গৌতম আদানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App