×

আন্তর্জাতিক

বিশ্বের এক-চতুর্থাংশ মানুষ ফেসবুক ব্যবহারকারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পিএম

বিশ্বের এক-চতুর্থাংশ মানুষ ফেসবুক ব্যবহারকারী

ছবি: সংগৃহীত

ধাই ধাই করে বেড়ে চলেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা । গত ডিসেম্বরে তা দুই বিলিয়ন অর্থাৎ দুইশ কোটিতে গিয়ে ঠেকেছিল, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় চার ভাগের এক ভাগ। খবর: বিবিসি’র।

২০২২ সালের ডিসেম্বরে ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় গড়ে দৈনিক ৪ শতাংশ বেশি ব্যবহারকারী ফেসবুকে যুক্ত হয়েছে। এমনকি ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যবহারকারী অনেক বেড়েছে। কম্পিউটারের পাশাপাশি অ্যাপেও বেড়েছে ব্যবহারকারীর সংখ্যা।

বিজ্ঞাপন বিক্রি কমে যাওয়া এবং ব্যয়বৃদ্ধির কারণে কোম্পানিটি কিছুদিন ধরেই চাপে রয়েছে বলে জানিয়ে আসছিল। এরই মধ্যে ডিসেম্বরে ব্যবহারকারী বৃদ্ধির এমন সুখবর জানাল তারা।

এদিকে ফেসবুকের মালিকানা কোম্পানি মেটার শেয়ারদর ১৫ শতাংশের বেশি বেড়ে গেছে। প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ২০২৩ সালকে ‘ইয়ার অব ইফিশিয়েন্সি’ বা কার্যক্ষমতার বছর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শেয়ারের দাম হু হু করে বেড়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App