×

সারাদেশ

দুই ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৯ পিএম

দুই ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: ভোরের কাগজ

দুর্ঘটনা কবলিত ট্রেনের বিকল ইঞ্জিন উদ্ধারের প্রায় ২ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে সকল ট্রেন চলাচল শুর হয়।

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ট্রেনটি বিকাল ৪টা ২৫ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে। পরে ট্রেনটি ৪টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় আখাউড়া রেলওয়ে স্টেশন আউটারে বড়বাজার রেলগেইট বরাবর পৌঁছলে ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেটে রেলপথে ট্রের চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ও লোকোমোটিভ এবং প্রকৌশলী বিভাগের একটি দল ট্রেনের ইঞ্জিনের যন্ত্রাংশের মেরামত কাজ শুরু করে। এ সময়, দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলোকে বিকল ইঞ্জিন থেকে প্রথমে বিচ্ছিন্ন করে অন্য একটি উদ্ধারকারী ইঞ্জিন দিয়ে স্টেশনে সরিয়ে নেয়া হয়। পরে একই ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিনটিকে টেনে মেরামতের জন্য লোকোসেডে নেয়া হলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট কামরুল হাসান তালুকদার ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App