×

সারাদেশ

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১০ পিএম

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

প্রতীকী ছবি

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-চট্রগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে আখাউড়া পৌরশহরের বড়বাজার রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও কয়েকটি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছে। [caption id="attachment_403741" align="alignnone" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ট্রেনটি বিকাল ৪টা ২৫ মিনিটে এখন রেলওয়ে স্টেশনে পৌঁছে। পরে পরে ট্রেনটি ৪টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় আখাউড়া রেলওয়ে স্টেশন আউটারে বড়বাজার রেলগেইট বরাবর পৌঁছলে ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেটে রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, বড় বাজার রেলগেইট বরাবর ট্রেন দুর্ঘটনার কারণে রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। অদূরে অবন্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাতায়ত করতে না পারায় অনেক মুমূর্ষু দুর্ভোগের শিকার হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App