×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচনে জামানত হারিয়েছেন পাঁচ প্রার্থী। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে একজন ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে চারজন রয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। জামানত হারানো প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের টেলিভিশন প্রতীকের প্রার্থী নবীউল ইসলাম, স্বতন্ত্র মাথল প্রতীকের প্রার্থী খুরশিদ আলম বাচ্চু, জাতীয় পার্টি লাঙল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবদুর রাজ্জাক ও জাকের পার্টি গোলাপ ফুল প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামানত হারানো প্রার্থী হলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফে টেলিভিশন প্রতীকের প্রার্থী কামরুজ্জামান খাঁন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে পাঁচ প্রার্থী তাদের জামানত হারাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App